ক্রিকেটে ভারত-বাংলাদেশ লড়াই মানেই থাকে উত্তেজনার পারদ। নারী এশিয়া কাপেও রয়েছে সেই উত্তেজনা। এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ নারী দল।
শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসভাগ্য বাংলাদেশের পক্ষে কথা বলেনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে নেই কোনো পরিবর্তন। তবে ভারত একাদশে একটি পরিবর্তন আছে। টানা খেলার ক্লান্তি সরাতে অধিনায়ক হারমানপ্রিত কাউরকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার বদলি হিসেবে অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্ধানা।
নারী এশিয়া কাপের এবারের আসরে তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত।
বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিতু মনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা।
ভারতীয় একাদশ
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কিরন নাভগিরে, পুজা ভ্রাস্ত্রাকার, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রানুকা সিং, রাজেশ্বরী গাওয়াকঁদ।