নিউজিল্যান্ড দলের ইউরোপ সফরে নিজেকে প্রমাণ করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার ড্যান ক্লেভার। তবুও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাননি তিনি। শুধু তাই নয়, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজও হয়তো ঘরে বসেই উপভোগ করতে চেয়েছিলেন। ড্যারিল মিচেলের চোটে অবশ্য দলে যোগ দিতে হচ্ছে তাকে। ড্যান ক্লেভারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডোসি)।
শনিবার (৮ অক্টোবর) এক টুইট বার্তায় ড্যান ক্লেভারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। একই সময়ে ড্যারিল মিচেলের ইনজুরি পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ না হলে বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারেন ক্লেভার।
চলতি বছর নিউজিল্যান্ডের জার্সিতে দারুণ ছন্দে ছিলেন ড্যারিল মিচেল। তবে ত্রিদেশীয় সিরিজে কিউইদের প্রথম ম্যাচের আগের দিন শুক্রবার (৭ অক্টোবর) হঠাৎ হাতের চোটে পড়েন এই ব্যাটার। এই চোটের কারণে তাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
এমনকি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন কি-না তা নিয়েও রয়েছে শঙ্কা। সেক্ষেত্রে হয়তো ড্যারিল মিচেলকে ছাড়াই বিশ্বকাপে মাঠে নামতে হবে কিউইদের।
মিচেলের বদলি ড্যান ক্লেভার জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টিতে ১২৬.৮৮ স্ট্রাইক রেটে করেছেন ১১৮ রান। ক্যারিয়ার সেরা ৭৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও পুরো ক্যারিয়ারে ৮১ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৪.২৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫৭৬ রান।