দেশে ফিরবে না শঙ্কায় দাবা দলকে ভিসা দেবে না ইতালি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৪:৫৭ পিএম

সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্টে খেলা হবে না বাংলাদেশের। ঢাকার ইতালি দূতাবাস বাংলাদেশ দলকে ভিসা দেয়নি। ইতালিতে গেলে দল দেশে ফিরবে না, এমন শঙ্কাতেই ভিসা দিচ্ছে না কর্তৃপক্ষ।

বিশ্ব জুনিয়র দাবার জন্য দুইজন ছেলে ও পাঁচজন মেয়ে দাবাড়ুর জন্য ভিসার আবেদন করেছিল। ভিসার আবেদন করে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন দলটির টিম লিডার মাহমুদা চৌধুরী।

তিনি বলেন, “দূতাবাসে আমরা সব সঠিক কাগজপত্র জমা দিয়েছিলাম। এমনকি বিশ্ব দাবা সংস্থা ফিদের চিঠিও দেওয়া হয়েছিল। বিষয়টি তারা গুরুত্ব সহকারে নেয়নি।”

ভিসা না পেয়ে ইতালির রাষ্ট্রদূতের সাথে দেখা করেন মাহমুদা চৌধুরী। সেখানেও কোনো ভালো খবর পাননি। বরং, ইতালিতে গেলে বাংলাদেশিরা দেশে ফেরত আসে না বলে অভিযোগ জানানিয়েছে ইতালিয়ান রাষ্ট্রদূত।

তিনি বলেন, “রাষ্ট্রদূত ঠিকভাবে কথা বলতে চাননি। বাংলাদেশিরা ইতালিতে গেলে ফেরত আসে না, তাই এই দলকে ভিসা দেওয়া হবে না। কোনো কাগজপত্র কিংবা কেউ সুপারিশ করলেও ভিসা দেওয়া হবে না।”

আগে কখনো এই রকম পরিস্থিতির শিকার হননি জানিয়ে মাহমুদা বলেন, “এর আগে আমরা ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশে দল নিয়ে গিয়েছি। কোথাও সমস্যা হয়নি। বরং সব ক্ষেত্রে সম্মানের সঙ্গে দ্রুত ভিসা পেয়েছি। বাংলাদেশের প্রতি একটা ভ্রান্ত ধারণা থেকে ইতালি আমাদের ভিসা দেয়নি, যা দুঃখজনক। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দাবা দল অলিম্পিয়াডে খেলছে আজারবাইজানে। তাদেরও ভিসা পেতে কোনো সমস্যা হয়নি।”

টুর্নামেন্টে যেতে না পারায় দাবাড়ুরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ। জানান, টুর্নামেন্টে যেতে না পারায় দাবাড়ুর একেকজনের চার থেকে সাড়ে চার লাখ টাকা ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “এটি ছিল আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদের তালিকাভুক্ত টুর্নামেন্ট। একটা দেশ যখন কোনো টুর্নামেন্টের আয়োজন করে, তখন ভিসার ব্যাপারটা তারাই নিশ্চিত করে। কিন্তু ইতালির আয়োজকেরা সেটা করতে পারল না। গত মাসে ১৭–১৮ তারিখ থেকে জমা দেওয়া হয় খেলোয়াড়দের ভিসার আবেদন। দূতাবাস একেক দিন একেকজনের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে।”