ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফর্ম্যান্সে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান জানিয়েছেন, ফলাফলের চিন্তা না করে ভালো পারফর্ম্যান্স করার প্রক্রিয়ায় থাকতে হবে দলকে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী কাল শুক্রবার (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচ নিয়ে ভাবনা সম্পর্কে নুরুল জানান, তিনি ফলাফল নিয়ে ভাবতে চান না। বরং একটা প্রক্রিয়ার ভেতর থাকতে চান। দলগত পারফর্ম্যান্সে ভালো ফলাফলের আশা করছেন তিনি।
নুরুল বলেন, ‘পাকিস্তান অনেক ভালো দল। তবে আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে ভালো কিছু করতে পারি, তাহলে ভালো কিছুর সম্ভাবনা আছে। সত্যি বলতে, আমাদের দলের পরিবেশ খুবই ভালো। সবাইকে একটা বার্তা দেওয়া হচ্ছে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা যেন একটা প্রক্রিয়ায় থাকি। আমরা যদি সৎ থেকে কঠোর পরিশ্রম করতে পারি ও ব্যক্তিগত চিন্তা না করে দল হিসেবে খেলতে পারি- তবে সাফল্য আসবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিষয়টা এমন যে, আমরা ব্যর্থতার ভয়ে লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলি না। আমি যদি আজ বলি, আমরা বিশ্বকাপ জিততে চাই, তাহলে আমাদের এখনই জিততে হবে এমন নয়। কিন্তু বারবার এমন কথা বলার ফলে হয়তো আমাদের পরবর্তী জুনিয়র দল বিশ্বকাপ জেতার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী হবে।`