লিগ জয়ে আর্সেনালের ‘ভালো সুযোগ’ দেখছেন ওয়েঙ্গার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০২:৪২ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা। এক পয়েন্ট কম পরের দুই স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। এমন শুরুর পর আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ভালো সুযোগ আছে বলে মনে করেন দলটির সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার।

প্রিমিয়ার লিগে দারুণ শুরু করা আর্সেনালের সাম্প্রতিক ফর্ম দারুণ চলছে। এমন অবস্থায় লিগ জয়ের জন্য ওয়েঙ্গারের চোখে সেরা দল আর্সেনাল।

এই নিয়ে তিনি বলেন, “আমি বলতে চাই, আর্সেনালের দারুণ সুযোগ আছে। কারণ, তাদের মতো প্রভাব দেখিয়ে কেউ খেলতে পারছে না। তারাই এবার লিগ জয়ের অন্যতম দাবিদার।”

১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্সেনালকে কোচিং করিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তার মতে, এই মৌসুমে দলগুলোর জন্য লিগ শিরোপার জন্য লড়াই করাটা কঠিন হবে। কারণ, মৌসুমের মাঝপথে কাতারে বসবে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।

এই নিয়ে তার ভাষ্য, “অবশ্যই। এটা বিশেষ একটি মৌসুম। কারণ, মৌসুমের মাঝপথে বিশ্বকাপ হবে। এই টুর্নামেন্ট দলগুলোকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে তা বলার অপেক্ষা রাখে না।”

এরপরেও আর্সেনালের সুযোগ কোনোভাবেই কম দেখেন না ওয়েঙ্গার। তিনি বলেন, “এই মৌসুমে আর্সেনাল কোনোভাবেই পিছিয়ে নেই।”

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে ১ অক্টোবর নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে গানাররা।