দলের আগেই ঢাকায় দুই কিউই ক্রিকেটার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৫:৪৮ পিএম

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। তবে এরই মধ্যে দলের চার দিন আগেই বাংলাদেশে চলে এসেছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। ইংল্যান্ডে দা হানড্রেড টুর্নামেন্টে খেলে দেশে না ফিরে সরাসরি বাংলাদেশে এসেছেন কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন।

ঢাকায় পৌঁছার পর তারা টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন। দলের বাকি খেলোয়াড়েরা নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসবেন মঙ্গলবার (২৪ আগস্ট)। 

১ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে ক্রিকেটের ছোট সংস্করণের জমজমাট লড়াই। বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

বাংলাদেশ দল: 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ। 

নিউজিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।