নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ উপলক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই ঘোষণা দিয়েছেন।
তিনি নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, “নারী ফুটবল দল তার দুর্দান্ত পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জনে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এই সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, “নারীদের এই অর্জন দেশের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা। বিশেষ করে নারী ক্রীড়াবিদরা এই অর্জনে নিজ নিজ শাখায় আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য প্রবলভাবে অনুপ্রাণিত হবে।”
বাংলাদেশ নারী দল বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে। বিমানবন্দরে বাংলাদেশ দলকে সংবর্ধনা জানাতে বাফুফে কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। এছাড়া সমর্থকরাও দলকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছেন।