হিমালয়কন্যা নেপালের বুকে বাংলাদেশের বিজয় নিশান উড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা। বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরবে বাংলাদেশের শিরোপাজয়ী মেয়েরা। তাদের ইচ্ছাতেই ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের ছাদ কেটে মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।
নেপালে ফাইনালের মঞ্চে নামার আগে বাংলাদেশ দলের তারকা ফুটবলার সানজিদা আখতার লেখেন, “যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।”
শিরোপা জয়ের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছিলেন, ঢাকায় ছাদখোলা বাস না থাকলেও তাদের ইচ্ছা পূরণ করা হবে। সেই জন্যই বিআরটিসির একটি বাসের ছাদ কেটে প্রস্তুত করা হচ্ছে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শিরোপা জয়ের পরই প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে ক্রীড়া মন্ত্রণালয়। কোনো দ্বিধা ছাড়াই রাজি হয় বিআরটিসি। সেই জন্য মতিঝিল বাস ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কেটে প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবারের (২০ সেপ্টেম্বর) মধ্যে বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে বিআরটিসি বাস ডিপোর কর্মকর্তারা।
বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল স্টেডিয়ামে নামবে বাংলাদেশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। তারপর বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশ দলকে।