ব্যক্তিগত অনুশীলনে দুঃসংবাদ পেলেন মুশফিক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১২:৫১ পিএম

এশিয়া কাপ শেষেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সামনে কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় নিজেকে ফিট রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই ব্যাটার। তবে এখানেই শুনেছেন দুঃসংবাদ। জিম করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন এই মুশফিক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে আসেন মুশফিক। এখানে অনুশীলন করতে গিয়েই চোটে পড়েন তিনি। বাঁ পায়ের হাঁটুর নিচে কেটে যাওয়ায় সেখানে সেলাই দিতে হয়েছে। এই কারণে তাকে ১৪ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল টিম।

বিষয়টি সংবাদ প্রকাশ-কে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন। তিনি বলেন, “মুশফিক বাঁ পায়ের হাঁটুর নিচে চোটে পেয়েছেন। আঘাত গুরুতর নয়। সাবধনতার জন্যই তাকে ১৪ দিনের বিশ্রামে পাঠানো হয়েছে।”

ইনজুইর পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসক শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি এশিয়া কাপে ধারাবাহিকভাবে ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। এরপরেই তাকে নিয়ে তৈরি হয় সমালোচনা। এর জেরে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দেশে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসর। এই টুর্নামেন্টে মুশফিক খেলবেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।