টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৫:২৫ পিএম

বিশ্ব ক্রিকেটে তিন ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে শীর্ষে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। তবে ২০১৯ সালে লম্বা সময়ের জন্য ক্রিকেটে নিষিদ্ধ থাকায় সাকিবের জায়গা বেদখল হয়ে যায়। তিনি ক্রিকেটে ফিরে আসায় আবার পুনরুদ্ধার হচ্ছে আগের জায়গা।

এবার প্রায় এক বছর পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পেলেন সাকিব। আইসিসির সর্বশেষ প্রকাশিত আপডেট অনুযায়ী, টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এলেন সাকিব। সাকিবের বর্তমানে ২৪৮ রেটিং পয়েন্ট। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে সরিয়ে শীর্ষ স্থান ফেরত পেলেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।

মূলত এশিয়া কাপে নবির ব্যর্থতা সাকিবের শীর্ষে ওঠার পথ সহজ করে দেয়। নবি এশিয়া কাপে ৫ ম্যাচ খেলেছেন। ব্যাটিং-বোলিং উভয়েই ব্যর্থ ছিলেন এই আফগান অলরাউন্ডার। ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট হাতে তিনি রান করেছেন মাত্র ১৬। বল হাতে নিয়েছেন ৩ উইকেট। ফলে তার রেটিং কমেছে ৬। তার পয়েন্ট এখন ২৪৬।

অন্যদিকে, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ খেলেছে মাত্র ২ ম্যাচ। এই ২ ম্যাচে সাকিব ব্যাট হাতে পেয়েছেন ৩৫ রান, বল হাতে নিয়েছেন ১ উইকেট। সাকিবের রেটিং না কমলেও নবির ৬ পয়েন্ট কমায় তাকে টপকে শীর্ষে আরোহণ করেছেন সাকিব।