চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি সমস্যায় জর্জরিত ইডেন হ্যাজার্ড। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটানো হ্যাজার্ডকে রিয়ালের একাদশে দেখা যায় কালেভদ্রে। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার ইনজুরিতে আবারও শুরুর একাদশে দেখা মিলবে হ্যাজার্ডের।
রোববার (১১ সেপ্টেম্বর) মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এই ম্যাচে খেলতে পারবেন না করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন। ওই ম্যাচে তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইডেন হ্যাজার্ড।
করিম বেনজেমার এই ইনজুরিতে ইডেন হ্যাজার্ডকে শুরুর একাদশে খেলাবেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগের দিন শনিবার (১০ সেপ্টেম্বর) তাকে একাদশে রাখার বিষয়টি নিশ্চিত করেন এই ইতালিয়ান।
সর্বশেষ চলতি বছরের ৬ জানুয়ারি আলকোয়ানোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ছিলেন ইডেন হ্যাজার্ড। ম্যাচের সপ্তম মিনিটে ইনজুরিতে পড়ে তাকে মাঠ ছাড়তে হয়। এই ঘটনার ২৩১ দিন পর তাকে রিয়ালের শুরুর একাদশে দেখা মিলবে হ্যাজার্ডের।
রিয়াল একাদশ-
থিবো কোর্তোয়া, ডেভিড আলাবা, ইডেন হ্যাজার্ড, টনি ক্রুস, ফেদে ভালভার্দে, লুকাস ভাস্কুয়েজ, কেবালোস, ভিনিয়াস জুনিয়র, রদ্রিগো, অ্যান্তেনিও রুদিগার, ফরল্যান্ড মেন্ডি।