গ্যালারিতে হাতাহাতি করে পুলিশি হেফাজতে ৯৭ আফগান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:০৬ পিএম

এশিয়া কাপের গ্রুপ পর্বটা দারুণ কাটলেও সুপার ফোরে এসে খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। সুপার ফোরে একটি ম্যাচেও জিততে পারেনি। উল্টো পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। সেখানে মারামারিতে জড়িয়ে আরব আমিরাত পুলিশের হাতে আটক হয়েছেন ৯৭ আফগান।

সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে ফরিদ আহমেদের বলে আউট হন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। ওই সময়ে ফরিদের করা স্লেজিংয়ের প্রতিবাদে তাকে মারতে উদ্যত হন আসিফ। পরে এ ঘটনার জন্য আইসিসি থেকে শাস্তিও পেয়েছেন এই দুই ক্রিকেটার।

দুই ক্রিকেটারের মধ্যে তৈরি হওয়া এই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। শারজা স্টেডিয়ামের গ্যালারিতে দুই দলের সমর্থকরা একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন। নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে ক্ষতি হয় স্টেডিয়ামের।

মারামারির এই ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ফুটেজ দেখেই অভিযানে নামে আরব আমিরাতের স্থানীয় পুলিশ। ৯১ আফগান নাগরিকের পাশাপাশি আটক করা হয়েছে ১১৭ জন পাকিস্তানিকেও। এ ঘটনায় মোট আটকের সংখ্যা ৩৯১ বলে জানিয়েছে আরব আমিরাতের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম।

এ ঘটনায় আটক ব্যক্তিদের সবাইকে জেলহাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা ও জেলও খাটতে হবে। এছাড়া ঘটনার সূত্রপাত যাদের মাধ্যমে, তাদের ভিসা ও ওয়ার্ক পারমিট বাতিলও করা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।