কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে প্রস্তুতির অংশ হিসেবে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিনেল্লি। ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে থাকলেও তাদের জন্য খোলেনি ব্রাজিল দলের দরজা।
জেসুস-মার্টিনেল্লিকে দলে না নিলেও দুই নতুন মুখকে স্কোয়াডে ডেকেছেন কোচ তিতে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা গ্লেইসন ব্রেমের ও রোমায় খেলা রজার ইবানেস প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে ব্রাজিল দুইটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষে আফ্রিকান প্রতিপক্ষ ঘানা ও তিউনিসিয়া।
তিতের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে ব্রাজিলের লিগে খেলা মাত্র তিনজন ফুটবলার ডাক পেয়েছেন। তারা হলেন- গোলরক্ষক ওয়েভারটন, মিডফিল্ডার এভারটন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ জন ফুটবলারকে দলে ডেকেছেন তিতে। স্প্যানিশ লা লিগায় খেলা ৬ জন ফুটবল আছেন তিতের ঘোষিত দলে।
জেসুস-মার্টিনেল্লি ছাড়াও বাদ পড়েছেন সদ্যই বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দেওয়া দানি আলভেস। ৩৯ বছর বয়সী এই রাইট ব্যাক বিশ্বকাপ খেলার আশা করলেও হয়তো তার সেই আশা পূরণ হচ্ছে না।
বিশ্বকাপের সর্বশেষ দুই প্রস্তুতি ম্যাচে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে ফ্রান্সে খেলবে ব্রাজিল। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ঘানা ও ২৭ সেপ্টেম্বর তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস) অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), গ্লেসন ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনোস (পিএসজি), রজার ইবাইজ (রোমা)।
মিডফিল্ডার : ক্যাসেমিরো (ম্যানইউ), ফ্রেড (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকার পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো)।
ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), রিচার্লিসন (টটেনহ্যাম), রবার্তো ফিরমিনহো (লিভারপুল), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), অ্যান্টনিও (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনহা (বার্সেলোনা), মাথিউস কুনহা (অ্যাথলেটিকো মাদ্রিদ), পেদ্রো (ফ্ল্যামিঙ্গো)।