‘অনাগ্রহী’ হেইডেন আবারো ফিরছেন পাকিস্তানে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০১:১৪ পিএম

আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডনে। মেয়াদ শেষে দায়িত্ব বাড়ানোর প্রস্তাব পেয়েও আগ্রহ দেখাননি। তবে ‘অনাগ্রহী’ থাকা হেইডেনকে আবারো পাকিস্তান দলের সাথে কাজ করতে দেখা যাবে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের জন্য আবারো তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের মিশন শুরুর আগেই দলের সাথে যুক্ত হবেন তিনি। ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান দলের সাথে কাজ শুরু করবেন।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই দুই সিরিজ শেষে বিশ্বকাপ মিশনে খেলতে নামবে পাকিস্তান দল।

বর্তমানে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। বিশ্বকাপ মঞ্চে ব্যাটাররা যাতে নিজেদের দ্রুতই মানিয়ে নিতে পারে সেই কারণেই হেইডেনকে দলের সাথে যুক্ত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত দলের সাথে কাজ করবেন।

পাকিস্তান দলের সাথে দ্বিতীয় বারের মতো কাজ করবেন ম্যাথু হেইডেন। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক ছিলেন। পরে তাকে দায়িত্ব বাড়ানোর প্রস্তাব দেয় পিসিবি। তবে সেই দায়িত্ব পালন করতে অনাগ্রহী ছিলেন তিনি।

নতুন করে পাকিস্তানের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত ম্যাথু হেইডেন। তিনি বলেন, “আমি নতুন করে পাকিস্তান দলের সাথে কাজ করতে মুখিয়ে আছি। এশিয়া কাপে তারা দারুণ পারফর্মেন্স করেছে। ভারতের বিপক্ষে জয়টা দারুণ ছিল। আশা করি, অস্ট্রেলিয়াতেও তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে। আশা করি শেষ বিশ্বকাপের চেয়ে ভালো একটি আসর কাটাবো পাকিস্তান দলের সাথে।”