ভারতীয় বোলিংয়ের তোপে পাকিস্তানের সংগ্রহ ১৪৭

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৯:৫৮ পিএম

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে ১৪২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলীয় শত রান পার করার আগেই  ৫ উইকেট হারায় পাকিস্তান।

দলে হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়াও  বাবর আজম ১০, ফখর জামান ১০, ফতেখার আহমেদ ২৮, খুলদীল শাহ ২, আসিফ আলী ৯, মোহাম্মদ নওয়াজ ১, নাসিম শাহ শূন্য, শাদাব খান ১০,  হ্যারিস রউফ ১৩ ও শাহনেওয়াজ দাহানি ১৬ রান করেন।

এর আগে, রোববার (২৮ আগস্ট) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুবাইয়ের উইকেট-কন্ডিশন অনুযায়ী, টস জয় মানে অর্ধেক ম্যাচ পক্ষে চলা আসে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ঘাস আছে। বোলারদের জন্য কিছু সুবিধা থাকবে।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া জানান, ম্যাচ জেতাবেন ব্যাটাররা। দায়িত্বটা তাদেরই নিতে হবে। ব্যাট করার জন্য উইকেট সহায়ক।

এ দিকে,  একাদশ থেকে মারকুটে ব্যাটার ঋষভ পান্তকে বাদ দিয়েছে ভারত। তার জায়গায় উইকেটরক্ষক হিসেবে খেলছেন বুড়ো দিনেশ কার্তিক। অন্যদিকে পাকিস্তান দলে অভিষেক হয়েছে তরুণ পেসার নাসিম শাহর।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুলদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি।

ভারতের একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, আবেশ খান।