অধিনায়কত্ব পাওয়া দুই ম্যাচ পরই চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন নুরুর হাসান সোহান। তার জায়গায় বদলি হিসেবে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সাবেক টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ানডে সিরিজ খেলতে আগে থেকেই দলের সঙ্গে জিম্বাবুয়েতে অবস্থান করছিলেন মাহমুদউল্লাহ। তাই মঙ্গলবার (২ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টি-২০ ম্যাচে তিনিই বিসিবির একমাত্র বিকল্প।
সোহান ইনজুরিতে পড়ায় তার স্থলে মাহমুদউল্লাহ, নাজমুল শান্ত বা পারভেজ ইমন ছাড়া কাউকে দলে নিতে পারছিলেন না নির্বাচকেরা। তবে শান্ত ও ইমন দুজনই টপ অর্ডারের ব্যাটার। নিচে ব্যাট করার অভিজ্ঞতা তাদের কারো নেই।
এমনকি বেঞ্চে থাকা মেহেদি মিরাজও পাঁচ কিংবা ছয় নম্বর ব্যাটিং অর্ডারের চাহিদা মিটিয়ে ব্যাটিং করতে পারবেন না। সেকারণে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহরই দ্বারস্থ হয়েছে টিম ম্যানেজমেন্ট।