জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল ঘোষণা বৃহস্পতিবার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৫:৩৮ পিএম
ফাইল ছবি

আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। এই সফরকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ জুলাই) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমরা এক সঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করবো। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।’

এদিকে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিদেশ সফর যাওয়ার আগেই দল নির্বাচনের জন্য অনুমোদনের দিয়েছেন।

এবারের জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের মোড়কে ‘এ’ দল পাঠানো হবে গুঞ্জন উঠেছিল। কিন্তু বিসিবি দল গঠনেও নতুনদের পথে হাঁটবেন না। একদম নতুন কাউকে জিম্বাবুয়ে সফরে পাঠানোর চিন্তা নেই বললেই চলে। তাই হয়ত শেষ পর্যন্ত পুরোনদের দিয়েই দল সাজানো হবে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে যে দল দুটি খেলেছে, সে দলটাই বহাল রাখার কথা ভাবা হচ্ছে। বাড়তি সংযোজন হিসেবে একজন পেস বোলিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি ঘটতে পারে।

আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৫, ৭ ও ১০ আগস্ট হবে। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

টি-টোয়েন্টি সিরিজ সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। আর ওয়ানডে ম্যাচগুলো শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।