দুই ক্যারাবিয়ানের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০৪:০৯ পিএম
ছবি সংগৃহীত

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণার দিনে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন ও মারকুটে ওপেনার লেন্ডল সিমন্স।

সোমবার (১৮ জুলাই) এই দুই ক্যারাবিয়ান ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের অবসরের ঘোষণা দেন।

প্রথমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৭ বছর বয়সী রামদিন। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রামদিন সবশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন তিনি।

তার বিদায়ের ২৪ ঘণ্টা না যেতেই একই পথে হাঁটেন সিমন্স। প্রায় ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৭৬৩ রান করেছেন তিনি। রামদিনের মতো সিমন্সও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেবেন।

অবসরের প্রসঙ্গে সিমন্স টুইটে জানান, ‍‍`সব ফরম্যাটে ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই।‍‍`

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অটো চয়েস সিমন্সের। মুম্বাই ইন্ডিয়ান্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, করাচি কিংস ও সিলেট সানরাইজার্সের হয়ে খেলেছেন। যেখানে ৯১ ইনিংসে ২০ হাফ সেঞ্চুরিতে ২৬২৯ রান করে সিপিএলের ইতিহাসে শীর্ষ ব্যাটসম্যান তিনি। এছাড়া আইপিএলে ২০১৫ ও ২০১৭ সালে মুম্বাইকে দুবার শিরোপা জেতাতে অবদান রেখেছিলেন এই ডানহাতি।