ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কান দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও প্রবীণ জয়াবিক্রমে। এবার দ্বিতীয় ও শেষ টেস্টের আগে আরও ৩ লঙ্কান ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটি আরও কোণঠাসা হয়ে গেছে।
গলে আগামীকাল শুক্রবার (৮ জুলাই) শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগে লঙ্কান তিন ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্ডো আর জেফ্রে ভেন্ডারসে অসুস্থ বোধ করায় পুরো লঙ্কান স্কোয়াডেরই করোনা পরীক্ষা করা হয়। এতে তিন ক্রিকেটারের করোনা ধরা পড়ে।
যদিও আগেই হোম আইসোলেশনে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে সুখবর দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। আইসোলেশন পিরিয়ড শেষ করে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। তাই দ্বিতীয় টেস্টের একাদশে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দেখা যেতেও পারে।
এদিকে ধনঞ্জয়ার বদলি হিসেবে ওসাদা ফার্নান্ডোর একাদশে জায়গা নিশ্চিত। প্রথম টেস্টের মাঝপথে ম্যাথিউজের কোভিড-সাব হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন তিনি।
লাসিথ এম্বুলদেনিয়া আগেই বাদ পড়েছেন। তাই লঙ্কান দলে পরিবর্তন আনতে হচ্ছে বেশ কয়েকটা। টেস্ট অভিষেক হতে পারে মাহিশ থিকসানা আর ১৯ বছর বয়সী দুনিথ ওয়ালালাগের। আসিথার বদলি হিসেবে খেলার কথা কাসুন রাজিথার।
অফস্পিনার লাকসিথা মানাসিংহে এবং বাঁহাতি প্রভত জয়সুরিয়াকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে এর আগে। বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে, বাঁহাতি রিস্টস্পিনার লাকশান সান্দাকানও দলে আসছেন।