আইপিএলের ফাইনালে আমন্ত্রণ পেয়েছিলেন রমিজ রাজা!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৬:১১ পিএম
ছবি সংগৃহীত

বিশ্ব রাজনীতি কিংবা খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে পাকিস্তানি খেলোয়াড়রা অংশ নেওয়ার সুযোগ পেলেও আর কাউকে দেখা যায়নি। অন্যদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)ও থাকে না কোনো ভারতীয়। তবে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার একটি বক্তব্য হৈচৈ ফেলে দিয়েছে নেট দুনিয়ায়!

সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, ‘‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত বছরের আইপিএল ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।’’

রাজনৈতিক বৈরিতা থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হত। কিন্তু বর্তমানে আইসিসির ইভেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া এই দুই দলের খেলা মাঠে গড়ায় না। শুধু কি তাই, ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও এক দেশে অন্য দেশের কেউ উপস্থিত থাকে না।

গত বছর ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। দুবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল কালকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ দেখার জন্য রমিজকে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ সম্পর্কে রমিজ বলেন, ‘‘গত বছর দুবার গাঙ্গুলী আমাকে আইপিএল ফাইনালে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী তখন আমি সেখানে যাওয়া উচিত বলেই মনে করেছিলাম। কিন্তু পরে মনকে বাধা দেই। সেটার মূল কারণ রাজনৈতিক পরিস্থিতি।’’

রমিজ আরও বলেন, ‘শুনেছি আইপিএলের সময়কাল বাড়ানো হয়েছে। যদিও এটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমি আইসিসি কনফারেন্সে কথা বলব।  আমার পয়েন্ট পরিষ্কার। বিশ্ব ক্রিকেটের উন্নতির এ সময়ে যদি আমাদের সময় কম দেয়া হয় তবে আইসিসির কাছে এর প্রতিবাদ করব।’