প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন ৬৬ ক্রীড়াবিদ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০৫:২৫ পিএম
ছবি সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ জন কোচ-কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াবিদদের মধ্যে ২৫ জন পুরুষ ফুটবলার, ২৩ জন নারী ফুটবলার এবং ১৮ জন প্রতিবন্ধী ক্রিকেটার রয়েছেন।

রোববার (১৯ জুন) সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত দুই ম্যাচের আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের জন্য জাতীয় ফুটবল দল, ভারতকে হারিয়ে সাফ অনূধর্ব-১৯ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দল এবং গত বছর নভেম্বরে কক্সবাজারে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্যদের এই সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী।

পুরষ্কার হিসেবে ৬৬ ক্রীড়াবিদকে প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা করে উপহার দিয়েছেন। এছাড়া পুরুষ ফুটবল দলের ৮ কোচ-কর্মকর্তা, নারী ফুটবল দলের ১০ কোচ-কর্মকর্তা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ৪ কর্মকর্তাকে ২ লাখ টাকা করে উপহার দিয়েছেন ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী।

সংবর্ধনা দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভবিষ্যতে আরও ভালো খেলতে হবে। যখন খেলতে নামবে তখন চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে নামবে। আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের যখন যা লাগে আমি দেবো।’’

অনুষ্ঠানের শুরুতে তিন শ্রেণির ক্রীড়া দলের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি (বাফুফে) কাজী মো. সালাউদ্দিন, নারী অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা এবং বাংলাদেশ শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক ফয়সাল খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাফুফের মহিলা কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।