৩ বছর পর উইম্বলডন খেলার আশা নাদালের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২২, ১২:১০ পিএম

টেনিসের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদালের সাথে ইনজুরি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দিন পনের আগে ফ্রেঞ্চ ওপেন জয় করা এই তারকার টুর্নামেন্টের পরই পায়ের সমস্যার কারণে ক্রাচের সাহায্য নিতে হয়।

তবে নাদাল আশা করছেন যে, পায়ের দীর্ঘস্থায়ী সমস্যার চিকিৎসা সেরে এক সপ্তাহের মধ্যে তিনি উইম্বলডনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত হবেন।

৩৬ বছর বয়েসী এই তারকা প্রায় দুই সপ্তাহ আগে ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন। এর পরপরই এই স্প্যানিশ তারকার পায়ের ইনজুরির কারণে ক্রাচের প্রয়োজন হয়। নাদাল শঙ্কিত ছিলেন তার এই সমস্যার হয়তো শীঘ্রই সমাধান হবে না। কিন্তু নাদাল তার পায়ের চিকিৎসার পর এখন অনেকটাই সেরে উঠেছেন।

নাদাল বলেন, “আমার উদ্দেশ্য উইম্বলডন খেলা। চিকিৎসার যে অগ্রগতি, তাতে আমি আশাবাদী। আমার খেলার ইচ্ছে প্রবল। আমি খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ব। হার্লিংহামে একটি প্রীতি ম্যাচ খেলব এবং এক সপ্তাহ অনুশীলন করে নিজেকে পর্যবেক্ষণ করব। আমি খুশি কারণ এরমধ্যেই জয়েন্টের ব্যথা কমে গেছে।"

তিনি আরও বলেন, “আমি তিন বছর ধরে উইম্বলডন খেলিনি এবং আমি খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আমি জানি না পাঁচ দিনের মধ্যে কী ঘটতে পারে। তবে আমি সতর্ক আছি। এখন পর্যন্ত যা উন্নতি তাতে আমি আশাবাদী যে টুর্নামেন্টে উপস্থিত থাকতে পারব।"