মালয়েশিয়ার বিপক্ষেও জামালদের অপরিবর্তিত একাদশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৬:৫০ পিএম
ছবি সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে শুরু করেছিল বাংলাদেশ দল, সেই একই একাদশ নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল।  

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে শেষ হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দলের এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন।

বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও দলের পারফরম্যান্সে খুশি স্প্যানিশ কোচ। কম-বেশি সবাই ভালো খেলেছেন। যে কারণে, একাদশে পরিবর্তন আনা প্রয়োজন মনে করেননি তিনি। প্রথম দুই ম্যাচের সৈন্যদের নিয়েই ম্যাচ শুরু করবেন কোচ।

বাংলাদেশের শুরুর একাদশ: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, সাজ্জাদ হেসেন।