শেষটাও কি জয় দিয়ে রাঙাবে বাংলাদেশ? 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৪:৩১ পিএম

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ (৯ আগস্ট) মাঠে নামছে দুই দল। টাইগারদের জন্য আজকের ম্যাচটি নিয়ম রক্ষার হলেও, অজিরাও চাইবে ব্যবধান কমানোর। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে দুই দল। 

সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতিহাসে প্রথমবার মতো অজিদের বিপক্ষে সিরিজ জিতে নেওয়ায় শেষ দুই ম্যাচ হয়েছে নিয়মরক্ষার। অবশ্য চতুর্থ ম্যাচে এসে কষ্টার্জিত জয়ে 'বাংলাওয়াশ' এড়িয়েছে ম্যাথু ওয়েডের দল। 

এদিকে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে শেষ ম্যাচটা জিতে সিরিজ ৪-১ করে নেওয়ার। অন্যদিকে অজিরাও চাইবে ব্যবধান কমিয়ে ৩-২ সিরিজ শেষ করতে। 

সিরিজের সবগুলো ম্যাচেই অভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে দুর্দশার কারণে আজ হয়তো একাদশে পরিবর্তন আসতে পারে। জিম্বাবুয়েতে সিরিজ সেরা হওয়া অপেনার সৌম্য সরকারের পারফরম্যান্স এ সিরিজে হতাশাজনক। চার ম্যাচের কোনটিতেই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি। এদিকে তার জায়গায় মোহাম্মদ মিঠুনকে দেখা যেতে পারে। 

অন্যদিকে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকেও আজ দলে দেখা যেতে পারে। যেহেতু স্পিন পিচে খেলা হচ্ছে তাই দলে একজন স্পিনিং অলরাউন্ডার আসতে পারে। শামীম হোসাইনের জায়গায় দেখা যেতে পারে মোসাদ্দেককে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই দলে যারা সুযোগের অপেক্ষায় আছে তাদের পরখ করে দেখতেই পারে। আবার বাংলাদেশ অ ধিনায়ক আগের ম্যাচের একাদশ নাও ভাঙতে পারে।  

এদিকে জয়ের লক্ষ্য সিরিজের অনেক ম্যাচেই পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। আজও তাদের একাদশে পরিবর্তন আনতে পারে অজিরা। 

সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ও তৃতীয় ম্যাচ ১০ রানে জিতেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হারটিই একমাত্র হার মাহমুদউল্লাহর দলের। 

আরও সংবাদ