বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসায় গর্বিত বাফুফে সভাপতি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২২, ০৫:২৯ পিএম
ছবি: নিজস্ব

আগেই জানা গিয়েছিল যে, কাতার ফিফা বিশ্বকাপের ট্রফি আজ সকাল সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্চের বাইরে গণমাধ্যমকর্মীদের ভিড়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে মুড়িয়ে ট্রফি নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসন ব্লুতে।  

সেখানে যাওয়ার আগে বুধবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘‘ট্রফিটি বাংলাদেশের ক্লাব, ফুটবলার সংগঠকদের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।’’

বাফুফের সভাপতি হিসেবে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে পা দিয়েছে। নিজের কেমন লাগছে এমন প্রশ্নে তিনি বলেন, ‍‍`নয় বছর পর আবারও বাংলাদেশে ট্রফি এসেছে। এটা আমাদের জন্য খুব গর্বের যে ট্রফি আবার বাংলাদেশে এসেছে।’

বাংলাদেশ বিশ্বকাপে কখনো খেলেনি, অদূর ভবিষ্যতে খেলার সম্ভাবনাও ক্ষীণ। বাংলার ফুটবল কতটুকু এগিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্ন করা হলে উত্তর তিনি এই মুহূর্তে না দিয়ে পরে দিতে চেয়েছেন।

এসময় তার পাশে থাকা ফিফার ট্রফি ট্যুরের প্রধান সারাহ স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে ট্রফি নিয়ে আসতে পেরে ভালো লাগছে। আশা করি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খুব উপভোগ করবে।’

মাত্র ৩৬ ঘন্টার জার্নিতে বিশ্বকাপ ট্রফি হোটেল রেডিসন থেকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হবে। আর বাফুফের আয়োজনে রাতে বিশেষ এক ডিনারপার্টি আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। থাকবে বিশেষ কনসার্ট। এরপর শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।