জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার ডোনাল্ড তিরিপানো ও আইন্সলে দলুভুকে নিয়ে আগামীকাল শনিবার (৪ মে) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এছাড়া আইপিএলে ডাক পাওয়া তারকা পেসার ব্লেসিং মুজুরাবানিও ফিরেছেন স্কোয়াডে।
গতবছরের জুলাইয়ের পর কোনো ওয়ানডে খেলা হয়নি পেস বোলিং অলরাউন্ডার তিরিপানোর। আর প্রায় তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার দলুভু। এ দুজনকে দলে ফিরিয়ে শক্তি বাড়িয়েছে জিম্বাবুয়ে। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলে থাকছেন না আরেক তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস।
এদিকে ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন গত মাসে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া পেসার তানাকা চিভাঙ্গা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত আফগানিস্তান ও জিম্বাবুয়ে সিরিজটি আগামী ৪, ৬ ও ৯ জুন মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
জিম্বাবুয়ের স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটকিপার), রায়ান বার্ল, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, তানাকা চিভাঙ্গা, লুক জঙউই, তাকুদওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ারস, আইন্সলে দলুভু ও ডোনাল্ড তিরিপানো।