মাত্রই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় টেস্ট দাপটের সাথেই জিতে নেয় তারা। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ।
আগামী ৭ জুন থেকে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দলটি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও উইকেটরক্ষক কাম ব্যাটার ভানুকা রাজাপাকসে।
এই বছরের শুরুর দিকে ভারত সফরের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন হাসারাঙ্গা। ওটাই ছিল শ্রীলঙ্কার সীমিত ওভারের শেষ সিরিজ। দলে থাকলেও কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে খেলতে পারেননি তিনি। অন্যদিকে, আনফিট রাজাপাকসের ফিটনেস জটিলতায় খেলা হয়নি।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু মধুশঙ্ক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান তুষারা, মাথিশা পাথিরানা, রমেশ মেন্ডিস, মহেশ থিকশানা, প্রবীন জয়াবিক্রমা ও লক্ষ্মণ সান্দাকান।