চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক আসরেই বাজিমাত করেছে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম আসরেই একের পর এক বিস্ময় উপহার দিয়েছে দলটি। এবার ফাইনালে রাজস্থান রয়েলস তাদেরকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে।
রোববার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়েলস। জসস্বি জসওয়াল এবং জস বাটলার মিলে ৩১ রানের জুটি গড়েন। যশ দয়ালের বলে ২২ রান করে আউট হন জসওয়াল।
এরপর অধিনায়ক স্যামসন করেন ১৪ রান। ১৫ রান করেন রায়ান পরাগ। ১১ রান করেন শিমরন হেটমায়ার এবং ট্রেন্ট বোল্ট। ফলে গুজরাটের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রানে থমকে যেতে হয়েছে রাজস্থানকে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন বাটলার। তার ৩৫ বলের ইনিংসে ৫টি বাউন্ডারির মার ছিল।
বোলিংয়ে হার্দিক পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ৩টি। ২টি উইকেট নিয়েছেন রবিশ্রীনিবাসন সাই কিশোর। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, যশ দয়াল এবং রশিদ খান।