আইপিএল ২০২২

ফাইনালে গুজরাটের বিপক্ষে ব্যাটিংয়ে রাজস্থান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০২২, ০৮:১০ পিএম
ছবি- সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর্দা নামছে আজ। ফাইনালে নবাগত দল গুজরাট টাইটান্স মোকাবেলা করবে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলসের। এর আগে টস জিতে গুজরাটের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। 

 

রোববার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে বড় আসরের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। 

 

এবারের আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম গুজরাট। লিগে ১৪ ম্যাচে ১০ জয় নিয়ে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। 

 

আবার প্লে অফে আরেক ফাইনালিস্ট রাজস্থানকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা। আর রাজস্থান তাদের ১৪ ম্যাচে ৯ জয় নিয়ে প্লে অফে উঠেছিল। 

তবে গুজরাটের কাছে হারলেও এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় তারা। 

 

রাজস্থান রয়েলস একাদশ: জসওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদূত পাডিক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, ওবেদ ম্যাকয় ও যুবেন্দ্র চাহাল। 

 

গুজরাট টাইটানস একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথিউ ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, যশ দয়াল, লকি ফার্গুসন, মোহাম্মদ শামি।