দুই দিনের ব্যস্ত সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আজ রোববার (২২ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় পা দিয়েই বার্কলে বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো পরিদর্শনে গেছেন।
জানা গেছে, আইসিসি চেয়ারম্যান বার্কলের সৌজন্যে বিসিবি ডিনার পার্টির আয়োজন করছে। এছাড়া আগামীকাল সোমবার (২৩ মে) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে তার।
সেখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বার্কলে। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তিনি। সেখানে স্টেডিয়াম ছাড়াও অন্যান্য সব সুযোগ সুবিধাও পরিদর্শন করবেন আইসিসির এই কর্মকর্তা।
এরপর আগামী মঙ্গলবার (২৪ মে) সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে দেশত্যাগ করার কথা রয়েছে তার। সেখানে এবারের আইপিএল মৌসুমের প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ উপভোগ করবেন।