ইতিহাস! ইতিহাস রচিত হলো মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজ জয়ের জন্য আর অপেক্ষা করতে হলো না বাংলাদেশকে। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করে অস্ট্রেলিয়া। দেশটির বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশ জয় পেল ১০ রানের। অজিদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মিচেল মার্শ। বাংলাদেশের হয়ে শরীফুল দুই উইকেট নিয়েছেন।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। অপর দিকে জয়ের খোঁজে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ম্যাথু ওয়েডের দল।
১২৮ রানের লক্ষ্য অজিদের হয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক ম্যাথু ওয়েড ও বেন ম্যাকডারমট। বাংলাদেশের হয়ে সিরিজের প্রথম দুই ম্যাচের মতো বোলিং আক্রমণে আসেন শেখ মেহেদী। প্রথম ওভারে অজিরা সংগ্রহ করে ৮ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ম্যাথু ওয়েডকে তুলে নেন নাসুম আহমেদ। নাসুমের লেগসাইডের বল টেনে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে শরীফুলের হাতে ধরা পড়েন ওয়েড। ৫ বলে ১ রান করে আউট হওয়ার সময় দলের রান ছিল ৯।
ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ওভার থেকে আসে ২ রান। যদিও মিচেল মার্শকে আউট দিয়েছিলেন আম্পায়ার সৈকত, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। পাওয়ার প্লের ৬ ওভার শেষে অজিরা সংগ্রহ করে ১ উইকেটে ২০ রান।
নাসুমের তৃতীয় ওভারে একটি করে চার ও ছয় মেরেছেন মিচেল মার্শ। মিচেল মার্শ ও ম্যাকডারমট মিলে দারুণ জুটি গড়েন। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া তুলে ৫৪। শেষ ১০ ওভারে অজিদের প্রয়োজন ৭৪ রান।
মার্শ ও ম্যাকডারমটের ৭১ বলে ৬৩ রানের জুটি অজিদের জয়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু বাদ সাধলেন সাকিব। গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিলেন দারুণ এক ব্রেক থ্রো। এর আগের ওভারেই অবশ্য তিনি আউট হতেন, কিন্তু শরীফুলের সহজ ক্যাচ মিসের কারণে তা আর হয়নি। ৩২ রানে জীবন পেলে আর ৩ রান যোগ করে আউট হন তিনি।
সহজ ক্যাচ মিস করলেও উইকেট নিয়েছেন শরীফুল। ফ্লিক করতে গিয়ে মিড অনে শামীমের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট ময়েজেস হেনরিকেস।
আগের দুই ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫১ রান। ছয়টি চার ও একটি ছয়ের মাধ্যমে এ রান করেন তিনি। শরীফুলের বলে লং অফে নাঈমের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
ক্রিস্টিয়ান ও ক্যারি মিলে মোস্তাফিজের করা ১৯তম ওভারে করতে পারেন মাত্র ১ রান। শেষ ছয়ে বলে অজিদের দরকার ২২ রান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এছাড়া সাকিব ২৬ ও আফিফের ব্যাট থেকে আসে ১৯ রান। অজিদের হয়ে হ্যাটট্রিক করেছেন অভিষিক্ত নাথান এলিস। এছাড়া জশ হ্যালজউড ও অ্যাডাম জাম্পা নিয়েছেন দুটি করে উইকেট।