শিষ্যদের ব্যাটিং ধস নিয়ে চিন্তিত টাইগার কোচ

ফারজানা ববি প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৩:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশের অভিজ্ঞতা অম্ল-মধুর। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের শোচনীয় পরাজয় ঘটেছে। বোলিং ও ফিল্ডিংয়ে তেমন অসুবিধা না হলেও দলের প্রধান সমস্যা ছিল ব্যাটিং বিপর্যয়।

বাংলাদেশ দল উইকেট হারানো শুরু করলেই একের পর উইকেট বিকিয়ে আসতে থাকে। দুই ম্যাচেই দেখা গেছে অভিন্ন চিত্র। পোর্ট এলিজাবেথে চতুর্থ দিনে ১৫ ওভারের মধ্যে বাংলাদেশ হারায় ৭ উইকেট। ডারবান টেস্টেও ব্যর্থতার চিত্র দেখা যায়।

টেস্ট ফরম্যাটে দলের এমন দুরবস্থা ভাবাচ্ছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সে বিষয়েই খেলোয়াড়দের সাথে কথা বলেছেন তিনি যাতে তারা মানসিকভাবে স্থির থাকে।

কোচ বলেন, "এটা নিঃসন্দেহে আমাদের চিন্তার কারণ। আমাদের যখন খারাপ সময় যায়, তখন পুরো সেশনটাই বাজে কাটে। এই দুরবস্থা কাটিয়ে ওঠার পথ খুঁজছি। খেলোয়াড়দের সাথে আলাপ হয়েছে। সাজঘরে  তাদের ধীর-স্থির থাকতে হবে। যাতে কোনো কঠিন অবস্থার মুখে পড়লে তাৎক্ষণিক সামলাতে পারে। এক সেশনেই ৬-৭ উইকেট হারানো যাবে না।"

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু আগামীকাল রোববার (১৫ মে)। এরপর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ মে।

আরও সংবাদ