আইপিএল ২০২২

মুম্বাইকে হারিয়ে টিকে রইল কেকেআর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২২, ০২:৫৪ এএম
ছবি- সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে-অফের সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় পয়েন্ট টেবিলের তলানির দল মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে আরেক দল কলকাতা নাইট রাইডার্সের আসরে টিকে থাকতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে দাঁড়িয়ে কেকেআর জয়ের দেখা পেল মুম্বাইকে বিধ্বস্ত করে। রোহিত শর্মারা ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৩ রানেই গুটিয়ে গেলে ৫২ রানের বড় জয় পায় কলকাতা।

সোমবার (৯ মে) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আসরের ৫৬তম ম্যাচে মুম্বাই রান তাড়া করতে নেমে একমাত্র ওপেনার ইশান কিশান ৪৩ বলে ৫১ রান ছাড়া বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। এমনকি কেউই বিশ রানের ঘর ছুঁতে পারেননি। রমনদ্বীপ সিং ১২, টিম ডেভিড ১৩ ও কাইরন পোলার্ড করেন ১৫ রান।  

ফলে মাত্র ১৭.৩ ওভারে ১১৩ রানেই অলআউট হয়ে যায় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। কলকাতার পক্ষে প্যাট কামিন্স ২২ রানে নেন ৩টি উইকেট। আর আন্দ্রে রাসেল নেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কেকেআর উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করেন। পাওয়ার প্লের শেষ ওভারে ভেঙ্কেটশ আইয়ার ৩ চার ও চার ছক্কায় ২৪ বলে ৪৩ রান করে ফেরেন।

এরপর আজিঙ্কা রাহানের ২৪ বলে ২৫,  নীতিশ রানার ২৬ বলে ৩ চার ও চার ছক্কায় ৪৩ এবং রিংকু ঘোষের শেষ পর্যন্ত ১৯ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে ৯ উইকেটে ১৬৫ রানে থেমেছে কলকাতার ইনিংস।

মুম্বাইয়ের বোলিংয়ে পেসার জসপ্রিত বুমরাহ ১০ রানে ৫ উইকেট নেন। এছাড়া কুমার কার্তিকিয়ার শিকার ২ উইকেট।

মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় হয়ে গেছে আগেই। তবে কাগজে-কলমে আশা বাঁচিয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই কলকাতা নাইট রাইডার্সের। সেই জয়ের একটি তারা পেলে মুম্বাইকে বিধ্বস্ত করে। 

১২ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। এই জয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দল। তিন আর চারে থাকা দুই দলই তাদের চেয়ে ২ জয় এগিয়ে। অর্থাৎ বাকি দুই ম্যাচে জিতলে প্লে-অফের আশা থাকবে কলকাতার।

আরও সংবাদ