ডিপিএল ২০২২

নতুন ইতিহাস রচনা করলেন এনামুল বিজয়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ০৩:৪৬ পিএম
ছবি সংগৃহীত

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে শুরু থেকেই উড়ন্ত ফর্মে রয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়। লিগে প্রথম পর্বে আলো ছড়ানো এনামুল সুপার লিগেও প্রতি ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন। যার সুবাদে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন ২৯ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার।

ডিপিএলকে লিস্ট ‍‍‘এ‍‍’ ক্রিকেটের মর্যাদা দেবার পর এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন সাইফ হাসানের দখলে ছিল। ডিপিএলের এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছিলেন তিনি। এবারের আসরে সাইফকে ছাড়িয়ে এখন পর্যন্ত ১২ ইনিংসে দুই সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৮৭৮ রান করেছেন বিজয়। তার সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ওপেনিংয়ে নেমে নিজের নামের পাশে ১০ রান যোগ করতেই এ রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়। বৃষ্টিবিঘ্নিত ৩৩ ওভারের ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছেন বিজয়। চলতি আসরে বিজয়ের এটি নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

ঘরোয়া ক্রিকেটে এক মৌসুমে এনামুল ছাড়া আর দুইজন ছুঁতে পেরেছেন ৮০০‍‍`র অধিক রান। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ২০১৮-১৯ মৌসুমে ১৬ ম্যাচে ৮১৪ রান করেছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান। যেখানে তার ছিল তিন সেঞ্চুরি ও চার ফিফটির ইনিংস। আর একই বছর লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮০৭ রান করেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ।

প্রসঙ্গত, লিস্ট ‍‍‘এ‍‍’ মর্যাদা পাওয়ার আগে প্রিমিয়ার লিগের ২০০১ সালের আসরে মোহামেডানের হয়ে ১৬ ম্যাচে ৯৪ গড়ে ১২২৭ রান করেছিলেন কেনিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ টিকোলো। এছাড়া গত শতকেও প্রিমিয়ার লিগে হাজার রানের নজির থাকার কথা শোনা গেলেও বিস্তারিত তথ্য জানা যায়নি।