ব্যাট হাতে বেশ বাজে সময় কাটছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। নিয়মিত রান পাচ্ছেন না, ভুগছেন রান খরায়। সবার ধারণা ছিল, অধিনায়কত্বের চাপমুক্ত হলে নিয়মিত ব্যাট হাসবে তার। কিন্তু সে আশায় গুঁড়ে বালি। ফর্ম ফিরে পেতে কোহলিকে কিছুদিন ২২ গজ থেকে দূরে থাকতে বললেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ানডে- তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই কোহলি গত বছর সরে দাঁড়ান। ২০১৯ সালের নভেম্বর থেকে তিনি কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা পাননি। তাছাড়া, চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি সাত ম্যাচে মাত্র ১১৯ রান করেন, গড় ১৯.৮৩!
গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচে কোহলি প্রথম বলেই আউট হয়েছিলেন। যদিও অধিনায়ক ফাফ দু প্লেসিসের অনবদ্য ৬৪ বলে ৯৬ রানের কল্যানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ম্যাচ জিতে নেয় ১৮ রানে।
রবি কোহলির সাথে দীর্ঘ সময় কাজ করেছেন, তাদের পরামর্শক ছিলেন। তিনি মনে করেন, কোহলির এই অসময় কাটাতে দেড় বা দুইমাসের হলেও বিশ্রাম প্রয়োজন।
শাস্ত্রী বলেন, “কারও যদি বিরতির প্রয়োজন হয়, তবে সেটা নিঃসন্দেহে কোহলি। সেটা দুই মাস বা দেড় মাস হোক, ইংল্যান্ড সফরের পরে হোক বা আগে হোক (জুলাই মাসে), তার একটা বিরতি দরকার। সে মেধাবী, তার এখনো কয়েক বছর দেওয়ার বাকি। অসময়ে তাকে হারাতে চাই না।"