কলম্বিয়ার ফুটবল তারকা রিনকন মারা গেছেন

ফারজানা ববি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৮:১৩ পিএম
ছবি সংগৃহীত

কলম্বিয়ার সাবেক অধিনায়ক ফ্রেডি রিনকন এ সপ্তাহের শুরুতে ক্যালি শহরে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়া এই ফুটবলার গত কাল বুধবার (১৩ এপ্রিল) মারা গেছেন।

গত সোমবার তিনি যে গাড়িটি চালাচ্ছিলেন সেই গাড়িটির সাথে একটি বাসের সংঘর্ষ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ক্যালির ইমবানাকো ক্লিনিক এই প্রাক্তন ফুটবলারের জন্য সর্বাত্মক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারেনি।

রিনকন কলম্বিয়ার মিডফিল্ডার। তিনি কলম্বিয়ান দল সান্তা ফে এবং আমেরিকার হয়ে খেলেছিলেন। ইতালীয় ক্লাব নাপোলি এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়েও তিনি মাঠ মাতিয়েছেন।

২০০০ সালে প্রথম ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী ব্রাজিলিয়ান দল করিন্থিয়ানসকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। রিনকন কলম্বিয়ার সোনালী প্রজন্মের খেলোয়াড়দের অংশ ছিলেন যারা জাতীয় দলকে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালে টানা তিন বিশ্বকাপের আসরে পৌঁছে দিয়েছিলেন।