চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৫:১৭ এএম
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে ৩-২ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৫-৪ গোলে বর্তমান চ্যাম্পিয়ন ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ী চেলসিকে হারায়। অন্য ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ১-১ গোলে ড্র করে দুই লেগে ২-১ ব্যবধানে জয়ে চমক দেখিয়েছে ভিয়ারিয়াল৷

লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে করিম বেনজেমার হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় পেয়েছিল লা লিগার টপার রিয়াল। তবে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লড়াই করে ৩-২ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যায় রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা৷

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে খেলতে থাকে চেলসি। যার ফলে ৭৫ মিনিটের মধ্যেই মেসন মাউন্ট, আন্তোনিও রুডিগার আর টিমো ভেরনারের গোলে ৩-০ ব্যবধানে লিড নিয়ে ফেলেছিল চেলসি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়েও গিয়েছিলেন৷ কিন্তু ব্রাজিলিয়ান রদ্রিগোকে দিয়ে গোল করিয়ে রিয়ালের নিবু নিবু আশাটা আরেকটু উজ্জ্বল করে তোলেন লুকা মদরিচ। দুই লেগ মিলিয়ে সমতায় পড়ে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের মধ্যেই করিম বেনজেমার ম্যাজিক্যাল হেড থেকে গোলেই সেমির টিকিট নিশ্চিত হয় রিয়ালের।

দিনের অপর ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ১ গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনার খেলতে নামে বায়ার্ন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও শুরুতে অবশ্য গোল পেয়েছিল বায়ার্নই। ম্যাচের ৫১তম মিনিটে প্রথমে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ক্লাব ছাড়ার গুঞ্জনে থাকা রবার্ট লেভানডফস্কি।

তবে বায়ার্নের মাঠে আসা প্রায় সত্তর হাজার দর্শকের চিৎকারকে সামলে ভিয়ারিয়াল ৮৮ মিনিটে গোল করে দ্বিতীয় লেগের স্কোরলাইন ১-১ করে ফেলে হলুদ সাবমেরিনরা। আর তাতেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেল ভিয়ারিয়াল।