করোনায় আক্রান্ত টাইগার প্রধান কোচ ডোমিঙ্গো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৪:৫২ এএম
ছবি- সংগৃহীত

দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ দল। এরই মধ্যে এলো দুঃসংবাদ। পোর্ট এলিজাবেথ টেস্ট চলাকালেই করোনায় আক্রান্ত হয়েছেন টাইগার দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

রোববার (১০ এপ্রিল) তার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হন তিনি।

এর আগে চলমান টেস্ট ম্যাচের আগেরদিন সর্দিজ্বরে আক্রান্ত হয়েছিলেন ডোমিঙ্গো। এসময় গলাব্যথা ছাড়াও করোনার প্রায় সব উপসর্গ থাকায় পিসিআর পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় নেগেটিভ ফল এসেছিল।

পোর্ট এলিজাবেথ ডোমিঙ্গোর নিজের শহর। বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট খেলতে এখানে ৫ এপ্রিল আসলেও ডোমিঙ্গো আগের দিনই নিজের বাড়িতে চলে আসেন। আগে থেকেই কথা ছিল, এই টেস্টের সময় টিম হোটেলে থাকবেন না এই কোচ।

করোনা পজিটিভ হবার কারণে  দলের সঙ্গে থাকতে পারছেন না ডোমিঙ্গো। সুস্থ হতে নিজের বাাড়িতেই আইসোলেশনে থাকবেন প্রোটিয়া এই কোচ।

প্রোটিয়া এই কোচ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব নেন। তার আগে নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই বোলার৷