চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম ম্যাচে আজ মাঠে নামছে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স ও দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে শীর্ষে ওঠার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
বুধবার (৬ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই দুই দলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই এবারের আসরে দুই ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর, দ্বিতীয় ম্যাচে রাজস্থানের রয়েলসের কাছে তারা হেরেছে ২৩ রানের ব্যবধানে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি কলকাতার সামনে। এখন পর্যন্ত তিন ম্যাচের দুইটিতে জিতেছে শাহরুখ খানের দল। উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে আসর শুরুর পর ব্ঙ্গােলুরুর কাছে ৩ উইকেটে হেরেছিল তারা। পরে পঞ্জাব কিংসকে হারিয়ে জয়ে ফেরে কেকেআর। আজ মুম্বাইকে হারালে টেবিলের শীর্ষে উঠে যাবে দলটি।
এই ম্যাচে কলকাতার তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির জায়গায় অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্সকে একাদশে রেখেছে তারা। আর পেসার শিভাম মাভিকে বাদ দিয়ে তরুণ মিডিয়াম পেসার রাসিখ সালাম জায়গা দিয়েছে কেকেআর। অন্যদিকে কবজির চোট কাটিয়ে মুম্বাইয়ের একাদশে ফিরেছেন সুর্যকুমার যাদব এবং টিম ডেভিডের জায়গায় দক্ষিণ আফ্রিকার তরুণ ডেয়াল্ড ব্রেভিসকে নিয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ : ভেঙ্কেটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নিতিশ রানা, , আন্দ্রে রাসেল, সুনিল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, রাসিখ সালাম ও বরুন চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ডেয়াল্ড ব্রেভিস, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, বাসিল থাম্পি ও জাসপ্রিত বুমরাহ।