পঞ্চম দিনের শুরুতেই মহাবিপর্যয়ে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০২:৩৪ পিএম
ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দেয়া ২৭৪ রানের লক্ষ্যে নেমে আগের দিনের শেষ বেলাতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবুও দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে। 

কিন্তু পঞ্চম দিনের শুরুতেই মাত্র পাঁচ বল পর্যন্ত গেলো টাইগার সমর্থকদের আশা। মহারাজের বল প্যাডে লাগলে আম্পায়ার আঙুল তুলে দেন। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কিন্তু দেখা যায়, বল পরিষ্কার উইকেটে আঘাত হেনেছে।

তারপর লিটন দাসও আত্মঘাতী শট খেলে বসেন। মহারাজকে তুলে মারতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক এই ব্যাটার (২)। এরপর ইয়াসির আলী রাব্বির ৫ ও মেহেদি হাসান মিরাজের ০ রানে বিদায়ে পরাজয়ের দ্বারপ্রান্তে মুমিনুল হকের টিম বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ পড়েছে মহাবিপর্যয়ে। ৩৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার স্পিন বোলার কেশব মহারাজ একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।

চতুর্থ দিনে রান তাড়া করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভারেই সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। পঞ্চম ওভারে বিকেলটা আরও বিষাদের বানান কেশভ মহারাজ। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হক সৌরভকে ফেরান দক্ষিণ আফ্রিকান এই স্পিনার। আলোকস্বল্পতার কারণে ২০ ওভার আগে দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ১১/৩।

আরও সংবাদ