ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম ম্যাচে প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন রাজস্থান রয়েলসের ওপেনার জস বাটলার। তার ৬৮ বলে ১১ চার ও ৫ ছয়ের মারে সেঞ্চুরিতে ১৯৩ রান করেছিল রাজস্থান। পরে নিয়মিত বোলারদের দায়িত্বশীল বোলিংয়ে মুম্বাইকে ২৩ রানে হারিয়েছে সঞ্জু স্যামসনের দল।
শনিবার (২ এপ্রিল) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় রাজস্থান। দলীয় ১৩ রানে জসওয়াল (১) ও পাওয়ার প্লের শেষ বলে ৪৮ রানের মাথায় বিদায় নেন পাডিকেল। এরপর অধিনায়ক স্যামসনকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন বাটলার। দলীয় ১৩০ রানের মাথায় স্যামসন ২১ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান।
উনিশতম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে বাটলার তার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। পরের বলেই ক্যারাবিয়ান হেট্মায়ার ১৪ বলে সমান ৩ চার ও ছক্কায় করেন ৩৫ রান।
যার দরুণ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে রাজস্থান। মুম্বাইয়ের পক্ষে বুমরাহ ও টাইসন মিলস নেন ৩ টি করে উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিতের উইকেট হারায় মুম্বাই। এরপরও পাওয়ার প্লেতে ৫০ রান তুলে ফেলে তারা। যদিও মাঝে আনমলপ্রীত সিং ব্যক্তিগত ৫ রানে ফেরেন।
এরপর ওপেনার ঈশান কিষাণের সঙ্গে মিলে তরুণ তিলক ভর্মা ব্যাটিংয়ে ঝড় তোলেন। ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে দলীয় ১২১ রানে বিদায় নেন কিষাণ। আউট হবার আগে ৪৩ বলের মোকাবেলায় ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। এরপর তিলকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ বলের ইনিংসে ৬১ রান করেন এই তরুণ।
শেষ দিকে ক্যারাবিয়ান কাইরন পোলার্ড ২২ রান করলেও বল খেলেন ২৪টি। ফলে মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানেই থেমে যায়। আর তাতেই রাজস্থানের ২৩ রানের জয় নিশ্চিত হয়ে যায়।
রাজস্থানের পক্ষে বোলিংয়ে সাইনি এবং চাহাল নেন ২টি করে উইকেট। এছাড়া বোল্ট, কৃষ্ণা ও অশ্বিন নেন ১টি করে উইকেট।