জয়-লিটন জুটিতে ফলোঅন ছাড়িয়েছে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:২৫ পিএম
ছবি সংগৃহীত

তৃতীয় দিনে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল। যেখানে ওপেনার মাহমুদুল হাসান জয় ৪৪ এবং নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ ০ রানে দিনের খেলা শুরু করেন। কিন্তু দিনের শুরুতেই তাসকিন সাজঘরের পথ ধরেন। দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার উইলিয়ামসের বলে আউট হয়ে যান মাত্র ১ রান করে।

এরপর লিটন দাসের সঙ্গে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তরুণ জয়। ব্যাট হাতে এই দুই ব্যাটার প্রথম সেশন শেষে করে ফেলেছেন ৮২ রানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৩৬৭ রানের চেয়ে এখনও ১৮৪ রানে পিছিয়ে টাইগাররা।

প্রোটিয়া বোলারদের দারুণভাবে সামলে ১৭০ বল মোকাবিলায় নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এই ব্যাটার ২৩০ বল মোকাবেলা করে ৮০ রানে অপরাজিত রয়েছেন।

জয়ের সঙ্গী লিটন যদিও নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারেন। ব্যক্তিগত ১৬ রানের মাথায় প্রথম স্লিপে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ক্যাচ মিস করলে প্রাণ ফিরে পায় ডানহাতি এই ব্যাটার। লিটন অপরাজিত আছেন ৪১ রানে।

এই দুই ব্যাটারের অপরাজিত ৮২ রানের জুটিতে ফলোঅন পার করে প্রথম ইনিংসে এগোচ্ছে বাংলাদেশ।