দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। ডারবানে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়াদের প্রথম দিনের দাপটের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে পরপর দুই বলে দুই উইকেট তুলে বাংলাদেশকে চালকের আসনে বসান খালেদ আহমেদ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের চোটের কারণে দলে জায়গা পেয়েই বাজিমাৎ করেছেন তিনি। তুলেছেন ৩ উইকেট।
প্রথম দিনের শুরুতে টাইগার বোলারদের ভুগিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। উদ্বোধনী জুটি ১১৩ রান তুলে বিচ্ছিন্ন হয়। ওপেনার ডিয়ান এলগার (৬৭) অর্ধশতক করেন। ওপেনিং জুটি ভাঙেন খালেদ।
কেগান পিটারসেনকে মেহেদী হাসান মিরাজ রান আউট করে দলকে উজ্জীবিত করেন। দলীয় রান তখন ৩ উইকেটে ১৪৬। এবাদত হোসেন দিনের শেষ উইকেটটি নেন করেন।
৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩ এবং কাইল ভেরাইনি ২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে জোড়া আঘাত করেন খালেদ। দলের সাথে আর মাত্র ১২ রান যোগ করতেই ভেরাইনিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান তিনি।
উয়ান মুল্ডার ক্রিজে এলে তাকে থিতু হওয়া দূরে থাক, কিছু বুঝে ওঠার আগেই পরের বলেই আবার ফেরত পাঠান খালেদ। দারুণ ক্যাচ তালুবন্দী করেন মাহমুদুল হাসান জয়।
অধিনায়ক টেম্বা বাভুমা ৭২ ও কেশভ মহারাজ ৫ রানে ব্যাট করছেন। দলীয় রান ৬ উইকেটে ২৬২।