আইপিএল ২০২২

বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে কলকাতা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৮:১৯ পিএম
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা হয়েছে পুরোপুরি দুই রকম। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শ্রেয়ার আইয়ারের দল যেখানে জিতেছে বোলারদের কল্যাণে, সেখানে পঞ্জাব কিংসের কাছে বেঙ্গালুরুর হার বোলারদের কারণেই। এমন সমীকরণে দাঁড়িয়ে টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  

বুধবার (৩০ মার্চ) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে কলকাতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে কেকেআরের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ২৫  রান।

ভেঙ্কটেশ আয়ার ১০ রানে আকাশ দ্বীপের বলে বিদায় নেন। ব্যাট হাতে আজিঙ্কা রাহানে ৯ ও অধিনায়ক শ্রেয়াশ আয়ার ৫ রানে অপরাজিত আছেন। 

পঞ্জাবের কাছে আগের ম্যাচ হারলেও আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি বেঙ্গালুরু। অন্যদিকে তরুণ পেসার শিভাম মাভির জায়গায় নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে দলে নিয়েছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়াশ আয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), উমেষ যাদব, টিম সাউদি ও বরুন চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, বিরাট কোহলি, ডেভিড উইলি, ভানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ।