উইন্ডিজের বিপক্ষে হারে সিরিজও খোয়াল ইংল্যান্ড

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৩:৫৯ এএম
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৮ উইকেটে ১০৩ রানে ব্যাট করতে নেমে আর ১৭ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারী ইংল্যান্ড। ফলে মাত্র ২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারের মধ্যেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে জয় তুলে নিয়েছে  ক্রেইগ ব্রাথওয়েটের দল।

গ্রানাডার সেইন্ট জর্জ স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২০৪ রানে সব উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দলীয় ১১৪ রানেই ৯ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল জো রুটের দল।  খাদের কিনারা থেকে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান জ্যাক লিচ ও অভিষিক্ত সাকিব মাহমুদের ৯০ রানের লড়াকু জুটি। জ্যাক ৪১ ও সাকিব ৪৯ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বোলিংয়ে জেইডেন সেইলস ৩টি উইকেট লাভ করেন। এছাড়া রোচ, জোসেফ ও কাইল মায়ার্স নেন দুটি করে উইকেট।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে জসুয়া দ্যা সিলভার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২৯৭ রান করে।

৯৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর ওপেনার অ্যালেক্স লিস ৩১, জনি বেয়ারস্টো ২২ ও ক্রিস ওকস ১৯ রান করেন। তবে বাকি ব্যাটারদের কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ২৭ রানের লিড পেতেই অলআউট হয়ে যায় তারা।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জসুয়া দ্যা সিলভা। এছাড়া সিরিজ সেরার মুকুট উঠেছে ক্যারাবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের কাছে। 

আরও সংবাদ