মেসি-ডি মারিয়ার গোলে আর্জেন্টিনার বড় জয়

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৪:৫৩ পিএম

শনিবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই ম্যাচ পর দলে ফিরেই গোল পেয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি নিকোলাস গঞ্জালেস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়ান আনহেল ডি মারিয়া।

অবশ্য ভেনেজুয়েলা এবারও বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে আগেই। তবে তারা আর্জেন্টিনার মাঠে লড়াই চালিয়ে গেছে।

ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পান দুই ম্যাচ মাঠের বাইরে থাকা মেসি। তবে তাকে ব‍্যর্থ করে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। ম্যাচের ২৫ মিনিটে আবারও আর্জেন্টিনার সুযোগ আসে, তবে গোল আসেনি।

ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে আর্জেন্টিনার। পলের চমৎকার নিচু ক্রসে দলকে ১-০ গোলে এগিয়ে দেন গঞ্জালেস। এর মাত্র ৪ মিনিট পর সমতায় ফেরার বেশ ভালো সুযোগ হাতছাড়া করে ভেনেজুয়েলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান ডি মারিয়া। তিনি তার কিছুক্ষণ আগেই বদলি হিসেবে মাঠে নামেন। ডি বক্সের বাহিরে থেকে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক গোলটি আসে মেসির পা থেকে। অফসাইডের ফাঁদ এড়িয়ে দারুণ গোলে দলকে ৩-০ গোলের পাইয়ে মাঠ ছাড়েন অধিনায়ক।

সব মিলিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। যার সূচনা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। আগামী মঙ্গলবার ইকুয়েডরের মাঠে খেলবে তারা।