মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৬:৩৭ পিএম
ছবি সংগৃহীত

ফিফা ঘোষিত মার্চ মাসের উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২৪ মার্চ) মালদ্বীপের বিপক্ষে তাদের ঘরের মাটিতে খেলতে নামবে নতুন কোচ হাভিয়ের কাবরেরার লাল সবুজের দল। এজন্য আজ সকালে সোয়া এগারোটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ দল মালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় চার ঘন্টার যাত্রা শেষে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে মালদ্বীপে পৌঁছায় জামাল ভুঁইয়ারা। 

ছয় মাস পর আবারও জামাল ভূঁইয়ারা দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালেতে। গত আগস্টে সাফ টুর্নামেন্ট খেলতে সেদেশ সফর করেছিল। এবারের মালদ্বীপ যাত্রা অবশ্য বেশ সংক্ষিপ্ত, স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য মালেতে পৌঁছেছে বাংলাদেশ। ম্যাচ শেষ করে আগামী ২৫ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।  

নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ দলের এটিই প্রথম সফর। বিদেশির মাটিতে বাংলাদেশের কোচ হিসেবে আগামীকাল প্রথম অনুশীলন করাবেন। আজ রাতে টিম হোটেলে হালকা জিম করার কথা রয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় ক্যাবরেরা জামালদের অনুশীলন করাবেন। বাংলাদেশ দলের সবাই সুস্থ রয়েছেন। 

মালদ্বীপকে তাদের মাঠে শেষ ১৮ বছরে হারাতে পারেনি বাংলাদেশ। তাদের হারাতে না পারার আক্ষেপ তাই আজও সঙ্গী ফুটবল প্রেমীদের। এ ম্যাচের মধ্য দিয়ে ১৮ বছরের জয়খরা কাটাতে চায় বাংলাদেশ। সফরে যাবার আগে অধিনায়ক জামাল ভুঁইয়াও তেমনটিই বলেছেন। 

মালে খুব ছোট্ট শহর। সফরকারী দলকে অনেক সময় রাজধানী মালের বাইরে অন্য জায়গায় রাখে স্বাগতিকরা। বাংলাদেশকে অবশ্য এবার মালেতেই রাখছে আয়োজকরা। 

বাংলাদেশের স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল।

ডিফেন্ডার: তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ঈসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মাসুক মিয়া জনি, মেরাজ হোসেন, সোহেল রানা ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড: সুমন রেজা, বিপলু আহমেদ, জুয়েল রানা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।

আরও সংবাদ