এবারও কোনো বাংলাদেশি অলিম্পিকে পদক জিততে পারলেন না। আর্চারিতেও বাদ পড়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দীকি। শুক্রবার (৩০ জুলাই) ৫০ মিটার ফ্রি-স্টাইলে বাদ পড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।
গত দুই বছর স্কলারশিপ নিয়ে ফ্রান্সে অনুশীলন করেছেন আরিফুল ইসলাম। নিজের সেরা টাইমিং করে অবশ্য পরিশ্রমের ছাপ রেখেছিলেন তিনি। টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারের ৩ নম্বর লেনে সাঁতরিয়ে ২৪ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন আরিফুল। ৪ নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন তিনি। ৭৩ প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৫১তম।
এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল দক্ষিণ কোরিয়ার ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপে। সেখানে ২৪ দশমিক ৯২ সেকেন্ড টাইমিং ছিল তার।
অন্যদিকে বাংলাদেশের আরেক প্রতিযোগী লন্ডনপ্রবাসী জুনাইনা মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৩ নম্বর হিটের ১ নম্বর লেনে সাঁতরিয়ে পঞ্চম হয়েছেন। ৮১ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৬৮তম।
২০১৯ সালের দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপে জুনাইনার সেরা টাইমিং ছিল ৩০ দশমিক ৯৬ সেকেন্ড।