নারী বিশ্বকাপ

প্রথম ম্যাচেই জয়ের নায়ক ফাহিমা

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০২:০০ পিএম

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৯ রানের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল।

বাংলাদেশের ২৩৪ রানের জবাবে বেশ দাপট দেখাচ্ছিল পাকিস্তান। ওপেনার সিদরা আমিনের শতকে ম্যাচ তারা নিজেদের দখলে রেখেছিল। পাকিস্তানের ছন্দপতন ঘটে মূলত ম্যাচের ফাহিমা খাতুনের করা ৪৪তম ওভারে। এক ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হয় তাদের। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও ফাহিমা।

দলের প্রথম দুই ম্যাচে মাঠে অনুপস্থিত ছিলেন ফাহিমা। তৃতীয় ম্যাচে নেমেই দলের নায়ক তিনি। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত এই স্পিনার।

ম্যাচের পর ফাহিমা বলেন, “প্রথমেই আমি সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে চাই। আমি সব সময় আমার দলের হয়ে খেলতে উন্মুখ ছিলাম। মাঠে আমি কখনোই নার্ভাস ছিলাম না। আমি শুধু সঠিক লাইন-লেন্থে বল করেছি এবং উইকেট পেয়েছি। এখানে খুবই স্পোর্টিং উইকেট। আমি সত্যিই আনন্দিত ও গর্বিত যে দলের হয়ে পারফর্ম করতে পেরেছি।”