আমরা ইতিহাস সৃষ্টি করেছি : নিগার সুলতানা

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১২:৫৫ পিএম

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। তবুও কিছু কিছু ম্যাচের ফলাফল আগেই ধারণা করা যায়। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের আসরে বাংলাদেশের ম্যাচে প্রতিপক্ষই ছিল চালকের আসনে। তাদের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে কে ভেবেছিল এই ম্যাচ আসবে বাংলাদেশের দখলে।

কিন্তু এক ওভারে মাত্র ৩ বলে পাকিস্তানের ব্যাটারদের দোর্দণ্ড প্রতাপ ভেঙে চুরমার করে দিলো টাইগ্রেস বোলাররা। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ৯ রানে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান। বিশ্বকাপে প্রথম জয় তুলে ইতিহাস সৃষ্টি করে উচ্ছ্বসিত দলের অধিনায়ক নিগার সুলতানা। 

ম্যাচের পর অধিনায়ক বলেন, “এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বিশ্বকাপের আসরে প্রথম জয়ে আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমরা টুর্নামেন্ট জুড়ে এই ধারা অব্যাহত রাখতে মুখিয়ে আছি।”

প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না জয়ের নায়ক ফাহিমা খাতুন। পাকিস্তানের বিপক্ষে নেমেই বাজিমাৎ করেছেন তিনি। এক ওভারে প্রতিপক্ষের তিন উইকেট পতনে অবদান তার।

তাকে দলে নেওয়া প্রসঙ্গে নিগার বলেন, “আমি এই মাঠে আগের দুইটি ম্যাচ দেখেছি। সেখানে স্পিনারদেরই জয়জয়কার ছিল। তাদের আধিপত্য বিস্তারের কারণে ভেবেছি, সে (ফাহিমা খাতুন) যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা তাকে ভালোভাবে কাজে লাগাতে পারব।”

আরও সংবাদ